৯:৩৪ অপরাহ্ণ
জৈন্তাপুরে গণসংযোগ-সমাবেশ: জননেতা আরিফুল হক চৌধুরী
তারেক রহমানের জনপ্রিয়তা, বক্তব্যে ঈর্ষা'ন্বিত হয়ে প্রতি'পক্ষরা জনগণের মাঝে বি'ভ্রা'ন্তি ছড়াচ্ছে
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ যখন গণতন্ত্র পুনরুদ্ধারের এবং ভোট উৎসবের চূড়ান্ত পর্যায়ে, তখন একটি বিশেষ রাজনৈতিক দল নির্বাচনের নামে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনমতকে উপেক্ষা করে কোনো ধরনের নীল নকশা এদেশের মানুষ মেনে নেবে না। আজ শনিবার (২৪ জানুয়ারী-২০২৬) জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারে বিএনপি ও জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ ৬নং চিকনাগুল ইউনিয়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এর পূর্বে তিনি চিকনাগুল এলাকার ঘাটেরচটি, কহাইগড় ২য় খন্ড, গ্যাস ফিল্ড, পানিছড়া কালিবাড়ী গণসংযোগ ও জামিয়া আরবিয়া তা'লীমুল কুরআন কান্দি মাদ্রাসায় দোয়া মাহফিলে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা লক্ষ্য করছি, একটি দল পর্দার আড়ালে থেকে নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তারা জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করে না বলেই অন্ধকার পথের দিকে হাঁটছে। কিন্তু সিলেটের মাটি ও মানুষ অতীতে যেমন সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা, বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে। কোন অবস্থায় এ সুযোগ তৈরী হতে দেয়া হবে না। বিএনপির সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি, সচেতন হতে হবে। তাদের চক্রান্তে পা দিবেন না। নির্বাচনের পরিবেশ সুন্দর রাখা একটি বড় চ্যালেঞ্জ।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন লস্কর, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা উপদেষ্টা আব্দুস শুকুর, এবিএম জাকারিয়া, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, ৬নয় চিকনাগুল ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মছদ্দর আলী, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল মালিক। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ৬নং চিকনাগুল বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর। -বিজ্ঞপ্তি