বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
২৪ এপ্রিল ২০ ২২
৪:০ ৯ পূর্বাহ্ণ

শ্রীমঙ্গলে এফআইভিডিবি-ইরি-এগ্রি প্রকল্পের বোরো ধান কর্তন

আন্তর্জাতিক ধান গবেষনা ইন্সটিটিউট(ইরি)এর তত্বাবধানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আমানতপুর গ্রামে ইরি-এগ্রি প্রকল্পের নমুনা শস্য কর্তন-২০২১-২২ অনুষ্ঠিত হয়েছে। বিল্ড এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এফআইভিডিবি’র সহযোগিতায় ২৩ এপ্রিল শনিবার বিকেল ৩ টায় উপজেলার আমানতপুর গ্রামের কৃষাণী লাভলী আক্তার এর জমিতে শস্য কর্তন করা হয়।

এই প্রদর্শনীতে ৫ প্রকার (ব্রি ধান-৯৬, ব্রি ধান-৮৮, ব্রি ধান-৮৪, ব্রি ধান-৬৭ ও ব্রি ধান২৮) জাতের ধানের চাষ করা হয়। কৃষাণী লাভলী আক্তার ব্রি ধান৯৬, ব্রি ধান৮৮ ও ব্রি ধান৬৭ জাত ৩ টি বেশি পছন্দ করেছে। আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি)’র বাস্তবায়নাধীন নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা দিপালী পাল।

উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম, কৃষক আব্দুল জলিল সহ এলাকার কৃষক /কৃষাণীগণ। আন্তজার্তিক ধান গবেষনা ইন্সটিটিউট (ইরি) এই এলাকার জন্য উপযোগী আধুনিক উচ্চ ফলনশীল(উফসি) জাতের ধান কৃষকের চাহিদা অনুযায়ী নির্বাচনের জন্য উপরোক্ত ৫টি জাত দ্বারা অত্র প্রকল্পের মাধ্যমে কৃষকের জমিতে হেড টু হেড প্রদর্শনী স্থাপন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ