বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ প্রতিনিধি::
২০ মে ২০ ২২
১০ :৩৯ অপরাহ্ণ

ঐতিহাসিক চা শ্রমিক দিবস কমলগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি
আজ ২০ মে, ঐতিহাসিক চা শ্রমিক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়াম কমলগঞ্জে আলোচনা সভায় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল। রাধাশ্যাম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  রামভজন কৈরি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু দলই ভ্যালী কার্যকরী পরিষদের সভাপতি ও ইউপি সদস্য ধনা বাউরী,বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, মানিক প্রসাদ পাল প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন মিরতিংগা চাবাগানের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চা শ্রমিকরা।

বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে এই দিনে ব্রিটিশদের অত্যাচার থেকে মুক্ত হতে সিলেট অঞ্চলের প্রায় ৩০ হাজার চা-শ্রমিক নিজ জন্মস্থানে ফেরার চেষ্টা চালায়। এ সময় চাঁদপুরের মেঘনাঘাটে গুলি চালিয়ে নির্বিচারে চা শ্রমিকদের হত্যা করা হয়। সেদিন থেকে এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালন করে আসছেন চা-শ্রমিকরা।
 
বারবার দাবি জানানোসহ অনেক আন্দোলনের পরও একশ বছরেও স্বীকৃতি পায়নি এ দিবসটি। ঘুচেনি চা শ্রমিকদের বঞ্চনা। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় ২০ মে  এ দিবসটি পালন করেন চা শ্রমিকরা। এর আগে শুক্রবার সকালে র‍্যালি শহীদদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এদিকে ২০ মে, ঐতিহাসিক চা শ্রমিক দিবস উপলক্ষে  মিরতিংগা চা বাগানবাসীর আয়োজনে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহীদ চা শ্রমিকদের স্মরণে  প্রদীপ প্রজ্জলন করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ