মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন,কমলগঞ্জ::
২৭ সেপ্টেম্বর ২০ ২৫
৬:৪৪ অপরাহ্ণ

কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পর্যটন বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন বাবু,লেখক ও গবেষক আহমদ সিরাজ,বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,নুরুল মোহাইমিন মিল্টন,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, মোনায়েম খাঁন, অরণ্য নিবাস ইকো রিসোর্টের প্রতিনিধি সাইফুল ইসলাম শাওন, শিক্ষার্থী অংঙ্কিতা কানু প্রমূখ।

আলোচনায় বক্তারা কমলগঞ্জের পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ