৯:৪৭ অপরাহ্ণ

কমলগঞ্জে শর্ট সার্কিটের আ'.গু'.নে কপাল পুড়'.লো বাদশাহ মিয়ার
মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ভুক্তভোগীর প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের বাদশাহ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান,রাতে বাদশাহ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরে ছাই হয়ে গেছে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল।
ক্ষতিগ্রস্ত বাদশাহ মিয়া বলেন,আমার সবকিছু শেষ হয়ে গেছে। ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড় সব সবকিছু পুড়ে গেছে।
আমার প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে আমি এখন নিঃস্ব।
এ বিষয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের লীডার ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।