বুধবার, ডিসেম্বর ৩১, ২০ ২৫
বিজ্ঞপ্তি
২৯ ডিসেম্বর ২০ ২৫
৬:১৩ অপরাহ্ণ

জীবনের শেষ দিন পর্যন্ত জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হয়েই থাকতে চাই
মনোনয়নপত্র দাখিল করলেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. এমরান চৌধুরী

হাজারো নেতাকর্মী ও সমর্থক সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তিনি গোলাপগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা দেন।

এসময় উপস্থিত থাকা নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। মনোনয়নপত্র বিকালে জমা দিলেও দুপুর থেকে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোলাপগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। ধীরে ধীরে বাড়তে থাকতে নেতাকর্মীদের ভিড়। দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা ও অনেক সাধারণ মানুষ এসময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন- জীবনের বোঝ ও বোধশক্তি হওয়ার পর থেকেই জাতীয়তাবাদী আদর্শে নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। জীবনের কত ঝড়-ঝঞ্ঝা এসেছে, কিন্তু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হইনি। জীবনের বাকি দিনগুলোও বিএনপির এক সাধারণ কর্মী হয়ে কাটিয়ে দিতে চাই। তিনি আরও বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষ আমার অভিভাবক। যে কোনো কঠিন সময়ে তারা আমার পাশে ছিলেন, আছেন ও থাকবেন। আমিও তাদের কোনেদিন ছেড়ে যাবো না।

আপনাদের ভালোবাসাই আমার জীবনের সম্বল। সিলেট-৬ আসন বিএনপির ঘাঁটি উল্লেখ করে এমরান আহমদ চৌধুরী বলেন- এই জনপদের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মোখ হয়ে আছেন। ১২ ফেব্রুয়ারি সারাদিন আস্থার এই প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের ভালোবাসার প্রমাণ আরেকবার দিবেন। এমরান চৌধুরীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফরেন অ্যাডভাইজার কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির নেতা আ ম ওহিদ আহমদ, সিলেট জেলা বিএনপির সিনিয়র নেতা ও ১৯৯১ সালে বিএনপির সংসদ সদস্য প্রার্থী নজরুল ইসলাম ময়ুর, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল গফুর, মুহিসুন্না চৌধুরী নারজিস, এম সিরাজুল ইসলাম, উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, রুহেল আহমদ, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ মামুন ও নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, গোলাপগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজমুল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এস এ রিপন, সহ-সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক অ্যাড. আবু সাঈদ, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনাম উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শেখ মিলাদ হোসেন, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম জিতু, আহবায়ক কমিটির সভাপতি মকসুদ আহমদ, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন খাঁন বেলাল, সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান চৌধুরী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক এম মামুন, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার দেলোয়ার হোসেন শাহিন, বুধবারি বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এবাদ আহমদ, আমুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আক্তার, মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, সহ-গ্রামবিষয়ক সম্পাদক সাগর আহমদ মনসুর, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, যুগ্ম-আহবায়ক নিজামুল কাদির লিপন, বাছিত আহমদ, শাহনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য সেলিম আহমদ, সাবেক যুগ্ম-আহবায়ক লায়েছ আহমদ, বাচ্চু দত্ত, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক বাদল আহমদ, রাজু আহমদ, গোলাপগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি আতাউর রহমান আতা, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ, সাবকে যুগ্ম-আহবায়ক সুলতান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদ, সদস্য রুহুল আমিন, সাকিল আহমদ এবং নাহিদ আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ