৬:০ ১ অপরাহ্ণ
মনোনয়নপত্র দাখিল করলেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির
বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। আজ সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, কেউ যাতে নির্বাচনের পরিস্থিতিতে ব্যাঘাত না করতে পারে সেজন্য আমি অন্তরবর্তীকালীন সরকারকে অনুরোধ করবো। ৯১, ৯৬, ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ভোটের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যেসব ব্যবস্থা নিয়েছিল, সে ধরনের কাজ করা উচিত।
যাতে ভোটারদের মধ্যে নিরাপত্তা বোধ, ভোট দেওয়ার আগ্রহ যাতে আরও শক্তিশালী হয়। তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচি মানুষের মধ্যে তুলে ধরব এবং জনগনকে আহবান করবো আমাদের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি ঘটাবো। বিএনপি অনেকবার সরকার পরিচালনা করেছে।
আগামীদিনে আমরা কিভাবে সরকার পরিচালনা করবো, সেই পরিকল্পনা মানুষে সামনে তুলে ধরবো। আমরা বিশ্বাস করি, আমাদের অতীতের পারফরম্যান্স ও আগামি দিনের পরিকল্পনা দেখে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে। খন্দকার মুক্তাদির বলেন, আমাদের প্রস্তাবকারী সমর্থককারীদের মধ্যে সাংবাদিক, মুক্তিযুদ্ধা, চা শ্রমিক, জুলাই যুদ্ধা, তরুণ প্রজন্মের প্রতিনিধি আছে। সকল শ্রেণি পেশার লোকজন আছে আমাদের সঙ্গে। চা শিল্পের পূর্বের গৌরবে ফিরিয়ে আনতে আমরা কাজ করবো।
আমরা চা শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে চাই। শ্রমিকদের জীবন মান উন্নয়নে, শিক্ষা, স্বাস্থ্য সেবায় এম্বুলেন্স সার্ভিসসহ তাদের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করবো। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদীয়া চৌধুরী মুন্নী, বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন, সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা, শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ প্রমুখ।
এর আগে খন্দকার মুক্তাদিরের তোপখানাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে বাদ জোহর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মহানগর ও সদর বিএনপি, ৬টি থানা ও সকল ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। দোয়া শেষে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।-বিজ্ঞপ্তি