বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
১১ জানুয়ারী ২০ ২১
১১:৫৫ অপরাহ্ণ

বলদী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয় একাডেমী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মুস্তফা কামালের সভাপতিত্বতে ও সহকারী শিক্ষক আল মেহেদি তালুকদার এর পরিচালনায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিফুল আলম, বিদ্যালয় সহকারী শিক্ষক সাজিয়া খানম, মাওলানা জিলাল উদ্দিন, শিপন রুদ্র পাল, জিয়াদ উদ্দিন ও সুহেল আহমদ প্রমুখ।সভায় বক্তরা বলেন, পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ