বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০ ২৪
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১১ ডিসেম্বর ২০ ২২
৪:৫৭ অপরাহ্ণ

মালয়েশিয়ায় সাংবাদিক সিরাজুল ইসলাম সংবর্ধিত

মালয়েশিয়া সফররত সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম-কে সংবর্ধনা দিয়েছে প্রবাসী কোম্পানীগঞ্জবাসী।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে এই সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসী কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহমান রাজুর সভাপতিত্বে ও যুবনেতা খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী কমিউনিটি নেতা জাকারিয়া আহমেদ, গোয়াইনঘাট এসোসিয়েশনের সভাপতি এম জে কাওসার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব ও শাব্বির আহমেদ, আব্দুর রহমান, আলী হোসেইন, জামিল হুসেন, আব্দুর রাকিব, আক্তার হোসেন, জীবন আহমেদ, রমযান আলী প্রমুখ।

এছাড়াও মালয়েশিয়া বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এসময় বক্তারা প্রবাসীদের নানামুখী সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা পত্রিকায় তুলে ধরার জন্য সংবর্ধিত অতিথিকে অনুরোধ করেন। সংবর্ধনার জবাবে সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, 'মালয়েশিয়ার বুকে এক টুকরো কোম্পানীগঞ্জ দেখে খুব ভাল লাগছে। আপনাদের সবার জানা আছে, পাথর কোয়ারি বন্ধ থাকায় কোম্পানীগঞ্জ উপজেলার মানুষ কষ্টে আছে।

বিকল্প কর্মসংস্থান না থাকায় এ উপজেলার মানুষ এখন বিদেশমুখী হচ্ছেন। এক্ষেত্রে মালয়েশিয়ায় বিশাল একটা সুযোগ রয়েছে কর্মসংস্থানের। এখানকার নিয়ম-কানুন সৌদি আরব, দুবাইর মতো এত কঠোর না। এখানে প্রবাসীরা সহজেই ইনকাম করতে পারছে। তারপরও আমি আমার লেখালেখির মাধ্যমে এবং কনসালটেন্টদের সাথে কথা বলে বিষয়টি আরও সহজ করা যায় কিনা দেখবো।' তিনি অনুষ্ঠান আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) -এর ওয়ার্কশপে অংশ নিতে গত ৬ ডিসেম্বর মালয়েশিয়া যান সিরাজুল ইসলাম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ