শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৪ অক্টোবর ২০ ২০
৬:২২ পূর্বাহ্ণ

করোনার ওষুুধ ‘ইভারমেকটিন’-এর প্রথম পরামর্শক বাংলাদেশি ডা. মাসুদুল হাসান

করোনাভাইরাসের কার্যকর ওষুধ হিসেবে ‘ইভারমেকটিন’ ব্যবহারে বিশ্বে প্রথম পরামর্শ দিয়েছেন বাংলাদেশি অধ্যাপক ডা. মাসুদুল হাসান। আমেরিকায় বসবাসরত এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ‘ইভারমেকটিন’ ওষুধ প্রয়োগ করে বিশ্বের করোনা আক্রান্ত রোগীরা সুস্থ হচ্ছেন। ওষুধটি প্রাথমিক ব্যবহারেই সুফল পাচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা- এমনটাই দাবি করছেন তিনি। গত ২৯শে সেপ্টেম্বর একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য তুলে ধরেন। ডা. হাসান এমন অনেক  প্রতিকূলতার মধ্যে যখন ‘ইভারমেকটিন’-এর কার্যকারিতা ও সুফল ব্যাখ্যা করছিলেন ঠিক তখন জনস হপকিন্স-এ ‘ইভারমেকটিন’র ওপর ক্লিনিক্যাল ট্রায়াল দিয়ে শত ভাগ ভালো ফল পাওয়া যায়। এরপর অস্ট্রেলিয়া, কানাডা, ভারত, সুইজারল্যান্ড, ব্রাজিলসহ অনেক দেশে ক্লিনিক্যাল ট্রায়ালে ‘ইভারমেকটিন’র শতভাগ কার্যকারিতা পাওয়া যায় বলে প্রফেসর হাসান জানিয়েছেন। অধ্যাপক থমাস বরোডি এই ‘ইভারমেকটিন’ ওষুধটির অনুমোদন  দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ফেডারেল ড্রাগ এডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজ করার সময়। পেরু বিশ্ববিদ্যালয়, বাগদাদ বিশ্ববিদ্যালয় ‘ইভারমেকটিন’ ব্যবহার শুরু করেছে।
এ ছাড়া থাইল্যান্ড, মুম্বই,  ডোমিনিক্যান রিপাবলিকসের বৃহৎ হাসপাতালগুলোও ‘ইভারমেকটিন’-এর প্রয়োগ শুরু করে সুফল পাচ্ছে। এমনকি আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি’ও ‘ইভারমেকটিন’-এর কার্যকারিতা পেয়েছে। ডা. মাসুদুল হাসান ঢাকা  মেডিকেল কলেজ থেকে ১৯৭৫ সালে   এমবিবিএস পাস করেন। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান। বর্তমানে তিনি নিউ ইয়র্কে  মেট্রোপলিটন লারনিং ইনস্টিটিউটে  অধ্যাপক ও পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন। এর আগে তিনি ভারতীয় হাইকমিশনে  হৃদরোগ কনসালটেন্ট হিসেবে কাজ করেন। প্রফেসর ডা. মাহসুদুল হাসান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও শেখ কামাল স্মৃতি পরিষদ ইউএস-এর সভাপতি হিসেবে কাজ করছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ