৭:০ ৩ অপরাহ্ণ
জকিগঞ্জের মর্নিং স্টার স্কুলে অনি'য়'মের অভি'যো'গ, সভাপতির পদ'ত্যাগ
জকিগঞ্জের মর্নিং স্টার কিন্ডারগার্টেন স্কুলে অডিটকে ঘিরে নানা অনিয়ম ও বিতর্কের ঘটনায় প্রতিষ্ঠানটির সভাপতি পদত্যাগ করেছেন। নতুন সভাপতির সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর স্কুলে গঠিত অডিট টিম শিক্ষক নিয়োগ, ফলাফল সংশোধন, অর্থ লেনদেন ও এফডিআর সংক্রান্ত একাধিক অনিয়মের তথ্য প্রকাশ করে।
এতে সভাপতি ও গণিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাহমুদুল হাসান খোকন পদত্যাগ করেন। পরে অভিভাবক সদস্য আজিজুল খালিক নতুন সভাপতি নির্বাচিত হন। গত ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে নতুন সভাপতি অভিযোগ করেন, “কিছু শিক্ষক অডিটে সহযোগিতা করছেন না। এমনকি শিক্ষার্থীদের ফলাফল পরিবর্তন ও এফডিআর অনিয়মের প্রমাণ মিলেছে।”
কয়েকজন অভিভাবকও অভিযোগ করেন, সন্তানদের খবর নিতে গেলে তাদের উল্টো অপবাদ দেওয়া হয়। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছমা বেগম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “অডিটের নামে শিক্ষকদের হেনস্তা করা হচ্ছে।” এ বিষয়ে পদত্যাগী সভাপতি মাহমুদুল হাসান খোকন বলেন, “অডিটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হওয়ায় ও শারীরিক অসুস্থতার কারণে আমি পদত্যাগ করেছি।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পূজার পর উভয় পক্ষকে নিয়ে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে। তিনি সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। অভিভাবক ও সচেতন মহল প্রতিষ্ঠানটিতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।