সোমবার, অক্টোবর ১৩, ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
৮ অক্টোবর ২০ ২৫
৭:১১ অপরাহ্ণ

জগন্নাথপুরে ব্যাপক উৎসাহে জাতীয় কন্যা’শি’শু দিবস পালন

“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ পালন করা হয়েছে।

৮ অক্টোবর বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর থানা পুলিশের এসআই রিফাত, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলজার আহমদ, জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া, শিক্ষার্থী তানজিনা বেগম প্রমূখ। সভায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ