৫:৫৬ অপরাহ্ণ

৩১ দফা দেশের মানুষকে বাঁ’চা’নোর রূপরেখা- কোম্পানীগঞ্জে আব্দুল হাকিম চৌধুরী
সিলেট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের রূপরেখা।
এই রূপরেখার মূল লক্ষ্য হলো গণতন্ত্রের সুরক্ষা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বাস্থ্য খাতের আধুনিকায়ন, মানবাধিকারের সংরক্ষণ, দুর্নীতি প্রতিরোধ, কৃষির টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা। দেশ, রাষ্ট্রের আমূল পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার ৩১ দফা একটি ঐতিহাসিক দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা।
রোববার (১২ অক্টোবর) বিকালে পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত লিফলেট বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৭নং ওয়ার্ডের সহসভাপতি আলমাছ আহমদের সভাপতিত্বে ও ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আজির উদ্দিন তালুকদার, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার খাঁ, মঞ্জু আহমদ, আনসার উদ্দিন জিলানী, আবু তাহের মোমিন প্রমুখ।