৮:২১ অপরাহ্ণ
পাগলা বাজারে নিরাপদ মহাসড়ক ও দু’র্ঘ’টনা রোধে মত’বি’নিময় সভা
নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে পাগলা বাজারে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, প্রতিদিন মহাসড়কে প্রাণহানি ঘটছে অসচেতনতা, বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন চালনা ও সড়ক শৃঙ্খলার অভাবের কারণে।
দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। যানবাহন চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই সঙ্গে সড়কে থ্রি-হুইলার ও ভারী যানবাহনের চলাচলে সঠিক নিয়ন্ত্রণ, হাইওয়ে পুলিশের তদারকি জোরদার এবং সিএনজি-অটোরিকশাসহ সব যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাতে নূর।
প্রধান অতিথির বক্তব্য দেন- জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক।
এ ছাড়া আরও বক্তব্য দেন- শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঞ্জব আলী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও কুহিনূর রহমান নাহিদ প্রমুখ। এসময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিএনজি অটোরিকশা শ্রমিকরা উপস্থিত ছিলেন।