৬:৩৪ অপরাহ্ণ

কমলগঞ্জে পুনরায় সিপি চালুর ষড়'য'ন্ত্রের প্রতি'বা'দে মান'বব'ন্ধন
বহুজাতিক পোল্ট্রি ও হ্যাচারি সিপি বাংলাদেশের অব্যাহত পরিবেশ দূষণে অতিষ্ট স্থানীয় বাসিন্দা প্রতিবাদী মানব'বন্ধন বি'ক্ষোভের একপর্যায়ে গত এক বছর যাবৎ বন্ধ থাকার পর পুনরায় সিপি চালুর ষড়যন্ত্রের প্রতিবাদে মানব'বন্ধন করেন ১১ গ্রামের বাসিন্দারা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় সিপি পোল্ট্রি হ্যাচারির বিষাক্ত বর্জ্যে দুর্গন্ধে দূষিত হয়ে পড়ে ১১টি গ্রামের পরিবেশ। বর্জ্যরে দূষণে রোগাক্রান্ত হচ্ছিল শিশু ও গর্ভবর্তীরা।
জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির তৈরি হওয়ায় স্থানীয় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতেও বাধ্য হয়েছিলেন।
এমন পরিস্থিতে ক্ষুব্ধ এলাকাবাসী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলে গত এক বছর যাবৎ বন্ধ থাকার পর একটি মহল পুনরায় এই সিপি চালু করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে সিপি হ্যাচারির সামনে চৈত্রঘাট বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ‘
সিপি হঠাও পরিবেশ বাঁচাও’, ‘দুষণমুক্ত পরিবেশ চাই আমরা সবাই বাঁচতে চাই’, ‘দুষণমুক্ত পরিবেশ চাই, সুস্থ্য নিঃশ্বাসে বাঁচতে চাই’ লেখা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তিন শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। প্রায় ২ ঘন্টা ধরে এ মানববন্ধনে এলাকার প্রবীন মুরব্বী তাজ উদ্দীনের সভাপতিত্বে ও সজলু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলানা লুৎফুর রহমান জাকারিয়া, ইউপি সদস্য সামসুল হক, সংরক্ষিত মহিলা সদস্য খুসবা বেগম,,মাওলানা হাসান আহমদ, আমিনুল ইসলাম,মুকিত আহমদ,আহমদ আলী,আতাউর রহমান,হাফেজ সাকের আহমদ,আবু হানীফা,সুয়েব আহমদ, গিয়াস উদ্দীন ও ফজলু মিয়া প্রমুখ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল আলী,খোকা মিয়া,মসুদ মিয়া,দিনু মিয়া,রইছ আহমদ,তরিক মিয়া,বাসিদ মিয়া,রুজেল মিয়া,তছকির মিয়া,আলী খান,জইন মিয়া,জাহাঙ্গীর মিয়া,আঙ্গুর মিয়াসহ প্রায় ৩ শতাধীক লোক অংশগ্রহন করেন। বক্তারা বলেন,সিপি পূনরায় চালু করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা তাদের এ ষড়যন্ত্র রুখে দিতে এক্যবদ্ধ রয়েছি। আমরা তাদের সকল ষড়যন্ত্র যেকোনো মূল্যে প্রতিহত করবো। বক্তারা আরো অভিযোগ করে বলেন, এই সিপির তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত ও মসজিদে মুসল্লিদের নামাজেও ব্যাঘাতের ঘটনা নিত্যদিনের রুটিন ছিল। খামারের বিরুদ্ধে নয়, পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থ্যভাবে বাঁচিয়ে রাখার দাবিতে এই কর্মসূচি।