৭:১৫ অপরাহ্ণ

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে জনসভা
জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নিয়েই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে -মাওলানা লোকমান আহমদ
সিলেট ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ বলেছেন, জামায়াত ঘোষিত ৫ দফা দাবী মেনে নিয়েই সরকারকে নির্বাচনের আয়োজন করতে হবে। তিনি বলেন, এই জাতিকে আর ধোকা দেয়া যাবেনা। যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতির নির্বাচন দিতেই হবে। তিনি শনিবার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাওলানা লোকমান বলেন, পিআর পদ্ধতি নিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ভুল বুঝানো হচ্ছে। অথচ পিআর পদ্ধতি হলে বেশী ভোট কাস্ট হবে।
মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। জনগণের ভোটের সঠিত মূল্যায়ন থাকবে। তাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে। স্বৈরশাসকের সাথে থাকা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
অন্যথায় জুলাই গণঅভ্যুত্থানের জন আকাঙ্খা পূরণ হবেনা। বালাগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারী এডভোকেট রহমত আলীর পরিচালনায় উক্ত সভায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি