৫:২০ অপরাহ্ণ
জকিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব
একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনে সমবায়ীরা বড় ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। তিনি বলেন, সমবায় সমিতির মাধ্যমে যে কোন ছোট কাজকে বড় করা সম্ভব।
ব্যক্তিগত উদ্যোগে যে কাজকে এগিয়ে নেয়া সম্ভব হয় না সমবায় সমিতির মাধ্যমে সেই কাজকে এগিয়ে নেয়া যায়। তাই সমবায় সমিতির মাধ্যমে উন্নয়ন মুখী কাজ করা গেলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। শনিবার সকালে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের জকিগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অফিসের পাশে জাতীয় পতকা ও সমবায় পতকা উত্তোলন করা হয়। এ সময় সমবায় বিভাগের নিবন্ধনকৃত বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ গ্রহণ করেন।
জকিগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও কবি এমএ ফাত্তাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, গুরুসদয় কলেজের শিক্ষক খালেদ হাসান, সোনার বাংলা সমবায় সমিতির সাবেক সভাপতি জাফরুল ইসলাম, রাইজিংসান সমবায় সমিতির সভাপতি আব্দুল ফাত্তাহ, ইলেক্ট্রিশিয়ান শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক প্রমুখ। আলোচনা সবায় ইউএনও আফসানা তাসলিম আরো বলেন, সমবায় সম্পর্কে সরকারের চিন্তাধারা ছিল গভীর এবং ব্যাপক।
বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিসহ নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে সমবায় একটি কার্যকর পদ্ধতি। আশা করি সরকারের লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।
উন্নত বাংলাদেশ বিনির্মাণে এসডিজি বাস্তবায়নে সমবায় বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, আদর্শিক প্রত্যয় ও উদ্দীপনা নিয়ে উৎপাদনমুখী কর্মকান্ডে সমবায় সমিতিসমূহ পরিচালিত হলে এসব সমিতি অবশ্যই একদিন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ দেশের মুক্তিকামী জনগণের স্বপ্ন পূরণে সম্ভব হবে।