সোমবার, ডিসেম্বর ৯, ২০ ২৪
বিজ্ঞপ্তি
২৭ নভেম্বর ২০ ২৪
১০ :০ ০ অপরাহ্ণ

বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের আহবান
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী খুনের ঘটনায় তালামীযে ইসলামিয়ার তীব্র নিন্দা

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের ন্যাক্কারজনক হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) নির্মমভাবে নিহত হন।

এ সংঘর্ষে পুলিশের ১০ সদস্যসহ আহত হন অন্তত ৩৭ জন। ইসকন সন্ত্রাসীদের এ ধরনের ন্যাক্কারজনক হামলায় আইনজীবী খুনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন এক বিবৃতিতে এ নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সম্প্রতি ইসকন সন্ত্রাসীদের ঘৃণ্য যড়যন্ত্র গভীরভাবে লক্ষ্য করছি আমরা। এর সর্বশেষ পরিণতি হিসেবে আমরা দেখতে পেয়েছি, উগ্রবাদী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র করে দিনেদুপুরে কুপিয়ে আইনজীবী হত্যা করেছে ইসকন সন্ত্রাসীরা।

আমরা এর তীব্র নিন্দা জানাই। স্বাধীন বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা ও বিভেদ সৃষ্টির নোংরা প্রচেষ্টা এটি। নেতৃবৃন্দ আরও বলেন, ইসকন আর সনাতন সম্প্রদায় এক নয়। ইসকন ধর্মীয় লেবাসধারী সন্ত্রাসী সংগঠন।

এমনকি পত্রপত্রিকায় ইসকনের বিরুদ্ধে মন্দির আত্মসাতের ব্যাপারে নিউজ রয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নানা অপকর্মের তথ্য রয়েছে।

সেজন্য দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ ইসকনকে অবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশে তাদের আস্ফালন বৃদ্ধি পেতে থাকবে।

নেতৃবৃন্দ এ হত্যাকাণ্ডের বিচারে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান এবং নিহত আইনজীবীর রুহের মাগফেরাত কামনা করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ