বুধবার, মার্চ ২৬, ২০ ২৫
আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ::
৬ ফেব্রুয়ারী ২০ ২৫
১:৩০ অপরাহ্ণ

কমলগঞ্জে চা সেকশনে পড়েছিল পূর্নিমার গ'.লা কা'.'টা নিঁ'.থ'.র দে'.হ

মৌলভীবাজারের কমলগঞ্জে গলা ও হাতের কব্জি কাটা অবস্থায় চা বাগানের সেকশন থেকে এক শিশুর মরদেহ উদ্বার করেছে পুলিশ ফাঁড়ি। খোঁজাখুঁজির একদিন পর বৃহস্পতিবার সকালে পূর্নিমার খালা বৃষ্টি রেলী সহ অন্যান্য মহিলারা শমশেরনগর চা বাগানের ক্যামেলিয়া হাসপাতালের পাশের ১১ নং সেকশনের দুটি টিলার মাঝে পূর্ণিমা রেলীর গলা ও হাতের কব্জি কাটা রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশকে অবগত করলে শমশেরনগর পুলিশ ফাঁড়ি শিশুটির মরদেহ উদ্ধার করে।

পুর্নিমা রেলী শমসেরনগর চা বাগানের ৬ নাম্বার টিলার চা শ্রমিক আপারাও রেলীর মেয়ে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,গত বুধবার বিকেলে গরু খুঁজতে ঘর থেকে বের হয় পুর্নিমা। সন্ধ্যা পেরিয় রাত হয়ে এলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন ও এলাকাবাসী মেয়েটিকে সারারাত অনেক খোঁজাখুঁজি করেও পায় নি।

বৃহস্পতিবার সকালে পূর্নিমার খালা বৃষ্টি রেলী সহ অন্যান্য মহিলা তার লাশ পড়ে থাকতে দেখে এলাকায় খবর দেয়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভুঁইয়া বলেন, মেয়েটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ