বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০ ২৬
স্টাফ রির্পোটার::
১০ জুলাই ২০ ২৫
১১:১৫ অপরাহ্ণ

দিনারপুর জনতার বাজার অপসারণ করতে হবিগঞ্জ জেলা প্রশাসকের অযাচিত হস্ত'ক্ষে'প

হবিগঞ্জ জেলা প্রশাসকের অযাচিত হস্তক্ষেপের কারণে নবীগঞ্জ দিনারপুর জনতার বাজার পরিচালনা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ৭৫টি গ্রামের ৮৫ ভাগ মানুষ যেখানে ওই বাজারের পক্ষে তখন জেলা প্রশাসক বাজারটি অপসারণ করতে উটে পড়ে লেগেছেন।

এতে এলাকার সাধারণ মানুষ ক্ষুৃব্ধ হয়ে উঠেছেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনারপুর জনতার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী তোফায়েল আহমদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০০ সালে বাজারটি প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে সিলেটের তৎকালীন বিভাগীয় কমিশনার বাজারটি অনুমোদন প্রদান করেন। দিনারপুর জনতা বাজার (গবাদি পশুর হাট) হিসেবে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

পার্শ্ববর্তী গজনাইপুরের একটি অংশ এই বাজারের অগ্রগতিকে থামিয়ে দিতে জেলা প্রশাসনের সহযোগিতায় বাজারটি অপসারণের চেষ্টায় লিপ্ত রয়েছে।

অথচ, এই বাজার থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সরকারি রাজস্ব সরকারের কোষাঘারে জমা হচ্ছে। তাছাড়া, নিয়মে মেনে বাজারটি সিলেট-ঢাকা মহাসড়ক থেকে ৩০ ফুট দূরে স্থাপন করা হয়েছে

। তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ দীর্ঘ দিন থেকে ওই বাজারটি বন্ধ করার পায়তারায় লিপ্ত। গত ৭ জানুয়ারি বাজার অপসারণে হবিগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটপিটিশন দাখিল করেন এলাকাবাসী। এর প্রেক্ষিতে হাইকোর্ট বাজার অপসারণের নির্দেশনা কেন অবৈধ হবে না মর্মে একটি রুল জারি করেন।

পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে তিনমাসের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। জনসার্থে এই স্থিতাবস্থা গত ২৬ জুন পর্যন্ত বর্ধিত করেন।

কাজী তোফায়েল আহমদ বলেন, এই স্থিতাবস্থার সময় পার হতে না হতেই জেলা প্রশাসক বাজার অপসারণে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি ইতোমধ্যে বাজার সংশ্লিষ্ট ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ২-৩শ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গত ৫ জুলাই এলাকার লোকজন বাজারে এলে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেন।

এতে করে লোকজন ভয়ে বাজার এলাকা ত্যাগ করতে বাধ্য হন। এ ঘটনার প্রেক্ষিতে হাইকোর্টেও আদেশ অমান্য করে দিনারপুর জনতার বাজারে গরুর হাট বসতে না দেওয়ায় আইনজীবীর মাধ্যমে হবিগঞ্জের জেলা প্রশাসক ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, এ ব্যাপারে ক্ষুব্ধ এলাকাবাসী বৃহস্পতিবার দিনারপুর জনতার বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানবন্ধনে দিনারপুর পরগণার লোকজন ছাড়াও অন্যান্য এলাকা থেকে আগত ব্যবসায়ী ও সাধারণ লোকজন অংশ গ্রহণ করেন। মানবন্ধনে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসককে তার একরোখা মনোভাব পরিহার করার আহবান জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী তার অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে মাঠে নামার হুশিয়ারি উচ্চারণ করেন বলেও জানান কাজী তোফায়েল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ