মঙ্গলবার, নভেম্বর ১১, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৭ সেপ্টেম্বর ২০ ২৫
৭:৪৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে পাঁচদফা দাবিতে জামায়াতে ইসলামীর বি'ক্ষো'ভ-স'মা'বেশ

জুলাই সনদের আইনি ভিত্তি, আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা।

শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার থানা সদর পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট- ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী আব্বাস মোহাম্মদ তোরাব, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল খায়ের, মুহাম্মদ আজমান আলী, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসেন এমাদ, জামায়াত নেতা ইব্রাহিম খলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন খান প্রমুখ। তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনি ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ