৫:২০ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ এম সাইফুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল আমিন সারওয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ -সাংগঠনিক সম্পাদক ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতা সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আকবর আলী, বশির মেম্বার, সাধারণ সম্পাদক আলী আকবর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, সিনিয়র সদস্য জুয়েল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, বিএনপি নেতা আসাদুল হক আসাদ, শিল্প ও বানিজ্য সম্পাদক উসমান খাঁ, উপজেলা বিএনপির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন আরিফ, উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।