শনিবার, অক্টোবর ১৮, ২০ ২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১৭ অক্টোবর ২০ ২৫
৯:২০ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় এইচএসসি পরীক্ষার ফলাফল পিছিয়ে জিপিএ- ৫ এর সংখ্যা কম 

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে ধস নেমেছে। এবছর সিলেট বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৮৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০২ জন। যা বিগত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

আর জিপিএ-৫ পেয়েছিল ৬,৬৯৮ জন। এবছর সিলেট বোর্ডে পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। তার মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৭১ জন। এর ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে পিছিয়ে রয়েছে  উপজেলা পর্যায়ে এ বছর ফলাফলে জিপিএ-৫ সংখ্যা কম নেই বলেই হয়। উপজেলা পর্যায়ে ফলাফলের হার ৫৪.৬৩%। যা গত বছরের থেকে কম ।

দক্ষিণ সুরমা সরকারি কলেজে গত বছর ভালো ফলাফল করছিল তা এবছর ফলাফলে পিছিয়ে রয়েছে।  মাদরাসা বোর্ডের ফলাফল দক্ষিণ সুরমা উপজেলার পাশের হার ৪৬.৬৬%। এবারের এইচএসসি পরীক্ষায উপজেলার  ১২ কলেজের প্রায় ৩৪৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৮৫৫জন উর্ত্তীণ হয়েছে।

 এর মধ্যে জিপিএ-৫  পেয়েছে মাএ ৬টি   এবারে দক্ষিণ সুরমা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৯৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৫৫৪ জন পাশ করে  ৩টি জিপিএ -৫ পেয়েছে   পাশে হার ৫৯.৪৯%। 

জালালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩৫০ জন অংশ গ্রহণ করে ১৪৮ জন পাশ করেছে পাশে হার ৪২.৬৫%। লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৫৮ জন অংশ গ্রহণ করে ৪০৪ জন পাশ করেছে। এবং ২টি জিপিএ-৫ পেয়েছে পাশে হার ৮৮.২১%।

নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি  কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৫৯৭জন অংশ গ্রহণ করে ২৮৯জন পাশ করেছে। .জিপি.এ-৫ পেয়েছে ১ জন পাশে হার ৪৮.৬৫%।  রেঙ্গা হাজীগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬৩ জন অংশ গ্রহণ করে ১৩জন পাশ করেছে। পাশে হার ২০. ৬৩%। জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬৪ জন অংশ গ্রহণ করে ৭ জন পাশ করেছে।

পাশে হার ১১.৬৩%। নবারুণ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১২২জন অংশ গ্রহণ করে ৫৮জন পাশ করেছে। পাশে হার ৪৭.৫৪%।  লালাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১৯১জন অংশ গ্রহণ করে ১২ জন পাশ করেছে। পাশে হার ৬.৩৫%।  রাখালগঞ্জ কৈলাশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩৮জন অংশ গ্রহণ করে ২৬জন পাশ করেছে পাশে হার ৭০.২৭%। ইছরাব আলী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৩৯৬জন অংশ গ্রহণ করে ২৩৭জন পাশ করেছে।

পাশে হার ৫৯.৮৫%।  স্টারলাইট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ১৬৫ জন অংশ গ্রহণ করে ১২৫জন পাশ করেছে পাশে হার ৭৬.২২%। শামসুন্নেছা উইমেন্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৪জন অংশ গ্রহণ করে ২জন পাশ করেছে। পাশে হার ০৪.৫৫%। এদিকে মাদ্রাসায় আলিম পর্যায়ে মাদ্রাসা বোর্ডের পাশের হার ৭৫.৬১%। এইচএসসি পরীক্ষার পাশের হারে দিকর এগিয়ে রয়েছে। উপজেলায় আলিম পযার্য়ে মাদ্রাসা সমূহ ২৫৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১১৯জন উর্ত্তীণ হয়েছে এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে  ২টি ।  জালালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা আলিম পরীক্ষা থেকে ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩ জন পাশ করে  পাশে হার ৫০.৭৭%।  তুরুকখলা বালিকা ইসলামিয়া  আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষা থেকে ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২১ জন পাশ করে  পাশে হার ৫১.২২%।   রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা থেকে ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৩ জন পাশ করে পাশে হার ৪০.২২%। ১টি জিপিএ-৫ পেয়েছে। লালাবাজার ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা থেকে ৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২২ জন পাশ করে পাশে হার ৫৭.৮৯%।  লাউয়াই ইসলামিয়া আলিম মাদ্রাসা আলিম পরীক্ষা থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন পাশ করে পাশে হার ২৩.৩৩%। দাউদিয়া গৌছ উদ্দিন আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষা থেকে ২৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৭ জন পাশ করে  পাশে হার ৫৮.৬২%। বরইকান্দি ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন পাশ করে পাশে হার ৩০.০০%। ১টি জিপিএ-৫ পেয়েছে। এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৮জন অংশ গ্রহণ করে ৩৫জন পাশ করেছে। পাশে হার ৭২.৯২%  যা কারিগরি পযার্য়ে তুলনামূলক ফলাফল ভালো করেছে। দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল জানান, বিগত বছরগুলোর চেয়ে এবার কলেজে ফলাফল ভালো নেই যা গতবছর থেকে  জিপিএ-৫  সংখ্যা নেই।  আগামীতে শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে উপজেলা পযার্য়ে কলেজ সমূহ কমিটিকে অভিভাবকের প্রতি  শিক্ষার্থীদের লেখা পড়ার মনোযোগী হওয়ার আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ