শনিবার, জানুয়ারী ১৮, ২০ ২৫
কুলাউড়া প্রতিনিধি::
৩ জুন ২০ ২৩
৭:৪৬ অপরাহ্ণ

কুলাউড়ার শরিফপুরে এম এম শাহীনের গণসংযোগ ও পথসভা

কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নে ০২ জুন শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লামারঘাট, লালারচক, বটতলা, চাতলাঘাট বাজারে গনসংযোগ শেষে আমতলা বাজারে পৌঁছে স্থানীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাজারে গনসংযোগ শেষে সন্ধ্যার পর আমতলা বাজারে সাবেক এমপি এম এম শাহীন'র সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় প্রবীণ মুরব্বি উম্মর মিয়ার সভাপতিত্বে ও যুবনেতা মেহেদী হাছান খালিক ও আজাদুর রহমান আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এম শাহীন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান টুটু, বীর মুক্তিযোদ্ধা নবুয়ত আলী, বীর মুক্তিযোদ্ধা সোনা উল্লাহ,বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম (দেওয়ান আলী), নুরুল ইসলাম (বুলু), সাংবাদিক জসীম চৌধুরী, যুবনেতা এখলাছুর রহমান, ছাত্রনেতা রাজু আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি ইয়াওর আলী,যুব নেতা নওশাদ আলী, আমতলা বাজারের ব্যবসায়ী আব্দুল মালিক প্রমূখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ