মঙ্গলবার, অক্টোবর ২১, ২০ ২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৩ অক্টোবর ২০ ২৫
৫:৫৮ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হাসপাতাল সমাজসেবা কার্যক্রমে গতিশীল আনয়ন শীর্ষক সেমিনার সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২ঘটিকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুর রফিক, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক নাজিম উদ্দিন, মোহাম্মদ রফিকুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুর রহমান নয়ন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, মেম্বার মেহেদী হাসান ডালিম, ব্যবসায়ী রইছ মিয়া, হোসেন আহমদ প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করছে। অনেক সময় দরিদ্র ও অসহায় রোগীরা অর্থের অভাবে সুচিকিৎসা হতে বঞ্চিত হয়। রোগী যাতে উপস্থিত বা প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে পারে সেজন্য সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ