রবিবার, অক্টোবর ১৯, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
১৮ অক্টোবর ২০ ২৫
৭:১৬ অপরাহ্ণ

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মাহতাব উদ্দিনের প্রবাসযাত্রা উপলক্ষে সং'ব'র্ধনা

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও তরুণ সংবাদকর্মী মাহতাব উদ্দিনের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে আটগ্রাম স্টেশনে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে প্রবাসগামী এই সদস্যকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা সভায় বক্তারা জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তরুণ এই সাংবাদিকের সক্রিয় ভূমিকা ও নিষ্ঠার কথা স্মরণ করে তার প্রবাস জীবনের সফলতা কামনা করেন।

একই সঙ্গে বিদেশের মাটিতে থেকেও প্রবাসী জকিগঞ্জবাসীর মাঝে প্রেসক্লাবের কার্যক্রম ও এলাকার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি আব্দুল মুকিত, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মঞ্জুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমদ হোসাইন আইমান, ক্রীড়া সম্পাদক আজাদুর রহমান, সদস্য সাইফুর রহমান, সংবাদকর্মী মাজহারুল ইসলাম চৌধুরী ও আখতারুজ্জামান প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ