৭:৩২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ পাড়ুয়া প্রিমিয়ার লীগের এর ফাইনাল খেলা সম্পন্ন
সিলেটের কোম্পানীগঞ্জে পাড়ুয়া তরুণ সংঘ আয়োজিত 'পাড়ুয়া প্রিমিয়ার লীগ—২০২৫ (সিজন ১) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় ব্রাদার্স ইউনাইটেড। টাইব্রেকারে ৩-২ গোলে এসএম ফুটবল জোন পাড়ুয়াকে হারায় দলটি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মো. সিকন্দর আলী।
পাড়ুয়া তরুণ সংঘের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল মেম্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল হেকিম, সাবেক ইউপি মেম্বার মজিবর রহমান, ইউপি মেম্বার লিটন আহমেদ, মুরব্বি শফিক আহমেদ, আফজাল হোসেন বতুল্লাহ।
পাড়ুয়া তরুণ সংঘের সাধারণ সম্পাদক মো. মামুন চৌধুরী ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাড়ুয়া তরুণ সংঘের সহ সভাপতি ডালিম আহমেদ, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ফারুক আহমদ, সাবেক খেলোয়াড় মশ্রব আলী, বাবুল আহমদ, আলী আকবর, ফয়জুর রহমান, পাড়ুয়া তরুণ সংঘের কোষাধ্যক্ষ অফিক আহমদ, টিম ম্যানেজার হালকার আহমেদ, এহিয়া, সুজন, সুহেল, ছমাদ-১, ছমাদ-২, আমির হোসেন, নাছির আহমদ, রুবেল আহমেদ, সাদী, করিম, সারোয়ার, রুকন, মতিন প্রমুখ।