শনিবার, অক্টোবর ১৮, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
১৬ অক্টোবর ২০ ২৫
১:৪২ অপরাহ্ণ

‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘হাত ধোয়ার নায়ক হোন’— এ স্লোগানকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও নিরাপদ জীবনযাপনের জন্য নিয়মিত এবং সঠিকভাবে হাত ধোয়া অত্যন্ত জরুরি। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম মুন্না, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ধ্রুবরাজ চক্রবর্তী ও মহসিন আহমদ প্রমুখ। এর আগে সহকারী প্রকৌশলী আজাদ কাজী স্বাস্থ্যসম্মতভাবে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ