৩:২১ পূর্বাহ্ণ

দক্ষিণ সুরমায় বিরাহিমপুর সুপার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
দক্ষিণ সুরমার ৪র্থ বিরাহিমপুর সুপার লীগ (BSL)- ২০২৪ ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার বিরাহিমপুরে আয়োজিত ৪র্থ বিরাহিমপুর সুপার লীগ (BSL)- ২০২৪ ইং এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আয়োজক কমিটি বিরাহিমপুর ফুটবল দল’ কে ধন্যবাদ জানান এবং সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যুব সমাজকে সঠিক পথে আসার তাগিদ জানান। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের প্রাণ।
বাংলাদেশ এগিয়ে যাবে তরুণদের হাত ধরেই। যদি এলাকার উন্নয়নের সুযোগ পান, তবে তিনি এলাকার আমূল পরিবর্তন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্রনেতা জুবায়ের আহমদ লিলুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লায়লা আলকাছ, সাবেক মেম্বার আলকাছ আলী সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।