সোমবার, ফেব্রুয়ারী ১০ , ২০ ২৫
জগন্নাথপুর প্রতিনিধি::
১২ জানুয়ারী ২০ ২৫
৮:০ ০ অপরাহ্ণ

জগন্নাথপুরে ওএমএস এর চাল বিক্রি শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারিভাবে কমদামে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। এতে খেটে খাওয়া দরিদ্র পরিবারের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

১২ জানুয়ারি রোববার থেকে জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোড ও বটেরতল নামক স্থানে দুইটি ডিলারের মাধ্যমে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়। এ সময় জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা দীপক সূত্র ধর, ওএমএস ডিলার সুশান্ত কুমার রায়, আবু সুফিয়ান তালুকদার সহ অনেকে উপস্থিত ছিলেন।

চাল বিক্রি শুরু হওয়ার পর থেকে দরিদ্র পরিবারের নারী-পুরুষ জনতা রীতিমতো লাইন দিয়েছেন কমদামে ওএমএস এর চাল কিনতে। জগন্নাথপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা দীপক সূত্র ধর জানান, ৩০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে চাল কিনতে পারবেন। প্রতিদিন দুই ডিলারের মাধমে মোট ৪০০ জন সুবিধাভোগী এ সুবিধা পাবেন। এভাবে জানুয়ারি মাসের ১৫ দিন ও ফেব্রুয়ারি মাসের ১৫ দিন ওএমএস এর চাল বিক্রি করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ