৯:৩১ অপরাহ্ণ
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কমলগঞ্জে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচি পালিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুমন আলী, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক এম এ মোহিত চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমন তরফদার, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, ইজ্জাদুর রহমান, উপজেলা যুবদল নেতা সেলিম সারোয়ার চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রুবেল ভূঁইয়া, ফয়েজ আহমদ, আব্দুর রহমান রুবেল , পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমীন, সদস্য রেজাউল হাসান পারভেজ, জেলা ছাত্রদলের সদস্য শাফাতুল ইসলাম মাসুদ প্রমুখ।