বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
৭ জানুয়ারী ২০ ২৬
৭:৩৬ অপরাহ্ণ

জকিগঞ্জে স্বেচ্ছাসেবী সংস্থা নাকপ'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাগরিক কল্যাণ পরিষদ (নাকপ) জকিগঞ্জ, সিলেট-এর উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী ও ফ্রান্স প্রবাসী মাও. কামাল আহমদের অর্থায়নে জকিগঞ্জ পৌর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর এলাকার বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতায় বিপর্যস্ত দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরিক কল্যাণ পরিষদ (নাকপ) জকিগঞ্জের আহবায়ক কাজী হিফজুর রহমান, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইমাদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল কাদিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। সমাজের সামর্থ্যবানদের এমন উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, আগামীতেও নাগরিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ