বৃহস্পতিবার, জুন ১২, ২০ ২৫
জকিগঞ্জ প্রতিনিধি::
১২ মে ২০ ২৫
১০ :২৬ অপরাহ্ণ

জকিগঞ্জে আ. লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতা কা'রা'গারে

সিলেটের জকিগঞ্জে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (১২ মে) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শেখ আশফাকুর রহমান জামিন আবেদন খারিজ করে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা চারটি মামলায় আসামি ছিলেন এসব নেতাকর্মী। তারা আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন।

জামিনের মেয়াদ শেষে সোমবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু শুনানি শেষে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেন।

আদালতে আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন—জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলী, পৌর আওয়ামী লীগের ৪নং ওয়ার্ড সভাপতি মুহিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সাংবাদিক আবুল খায়ের চৌধুরী ও আব্দুল মালিক, যুবলীগ নেতা সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ, সাবেক সভাপতি দেলওয়ার চৌধুরী ও সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ, আজহার চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ এবং যুগ্ম সম্পাদক সাগর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ