৮:১০ অপরাহ্ণ

ডক্টর ইউনুস ও এক নতুন বাংলাদেশের গল্প: গালিব খাঁন
এক সময়ের অধিকারবঞ্চিত নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত,হতদরিদ্র বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং সফলতার একটি সিঁড়ি। আর এই পরিবর্তনের পেছনে আছেন এক আলোচিত, পরিচিত , সুবিদিত,ও অভিনব চিন্তার মানুষ—ডক্টর মুহাম্মদ ইউনূস।
একজন স্বপ্নদ্রষ্টা, যিনি শুধু নোবেল জয় করেননি
— দূর করে দিয়েছেন অসহায়ত্বের ভয়
জয় করেছেন কোটি মানুষের হৃদয়।
যেখানে দারিদ্র্য একদিন ছিল নিত্যসঙ্গী,
এবং অবহেলায় কাটতো মানুষের জিন্দেগী।সেখানে তিনিই প্রথম দেখিয়েছিলেন—যে সুযোগ দিলে এবং কাছে টেনে নিলে গরিব মানুষও উন্নয়নের সহযাত্রী হতে পারে। এই প্রত্যাশা বুকে নিয়ে
বড় এক প্রত্যয়ের মধ্য দিয়ে—গরিব নারীদের হাতেই তুলে দেন অর্থনৈতিক সফলতার চাবিকাঠি।
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করে তিনি বলেছিলেন,
"দারিদ্র্য জাদুঘরে পাঠানো উচিত।"
এই কথা শুধু উচ্চারণে থেমে থাকেনি, সেটি আজ বাস্তবায়ন হওয়ার পথে।
ক্ষমতায় আসার পর,রাষ্ট এবং জনগণের উপর
তাঁর দৃষ্টিভঙ্গি আরও বড় হয়।
ডক্টর ইউনূস বিশ্বাস করতেন—উন্নয়ন শুধু একটি অবকাঠামো নয়, মানুষের সক্ষমতা তৈরি করা। তারই হাতে তৈরি
গ্রামীণ সুদূরগ্রামে বিদ্যুৎ ও ইন্টারনেট পৌঁছে দেয়।
তিনি ক্ষমতায় এসে যে বড় সিদ্ধান্তটি নেন তা হলো_ উন্নয়নের স্বপ্ন-আশার
সামাজিক ব্যবসার এক বড় প্রভাব বিস্তার।
যেখানে লাভ নয়, মূল উদ্দেশ্য হলো -উদ্যোক্তা হওয়ার দিকে আহবান এবং সমাজের সমস্যা সমাধান।
ফলাফল? হাজারো নারী উদ্যোক্তা, কৃষকের
আধুনিক চাষাবাদ, সঠিক আয়ের খাত
এবং শিক্ষার্থীদের প্রযুক্তির সংস্পর্শে আনা।
এই মানুষটি অফিস থেকে দেশ চালাননি,
শুধু ঘরেই বসে থাকেননি মাঠেই ছিলেন।
মানুষ ও জনতার হাসিই ছিল তাঁর আসল কাজ।
একজন মানুষ শতভাগ পরিপূর্ণ নয়, কম-বেশি খুঁত থাকে একটি মানুষের মধ্যে। ভালোটুকু গ্রহণ করে খারপটুকু বর্জন করবো ব্যাস,হয়ে গেলো।অবশ্যই, বিতর্ক ছিল।সকল সিদ্ধান্তই প্রশংসিত হয়নি।
তবে ইতিহাস বলবে—
জনগন একবাক্যে উচ্চারণ করবে
যে সাহস নিয়ে তিনি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন, সেটাই তাঁকে অনন্য করেছে।
বাংলাদেশের গণ্ডি পেরিয়ে
এই ছাপ্পান্নোহাজার বর্গমাইল ছাড়িয়ে,
তিনি আজ বিশ্বজুড়ে সামাজিক ব্যবসার এক শিক্ষক।
যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা—যেখানেই মানুষ সমস্যায়, সেখানেই ইউনূসের ভাবনা
চিন্তা -চেতনা এবং তাঁর অনুপ্রেরণা।আজ যখন নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিতে চায়
, তখন তাদের পাশে থাকে একটি চিন্তা—
"স্বপ্ন দেখো, কিছু করতে শেখো কিন্তু শুধু নিজের জন্য নয়—সমগ্র সমাজের জন্য।"
এটাই ডক্টর ইউনূসের শিক্ষা। এটাই হলো একটি জনমত এবং এটাই হলো আলোর পথ।
“ডক্টর ইউনূস — একজন মানুষ, একটি দর্শন, একটি বিপ্লব।”একটি আদর্শ, একজন সফল রাষ্ট্রনায়ক
বাংলাবাসী মানুষের জন্য একজন আলোর বাহক।
আপনি যদি বিশ্বাস করেন,
আপনি যদি জাগতে পারেন তবেই পরিবর্তন সম্ভব—তবে এই গল্প আপনার, আমার তার, এবং সবার।
শেয়ার করুন, জানান, এবং জাগান সম্ভাবনাময়
ভবিষ্যত।
লেখক: নাম: গালিব খান,
মোবাইল: 01835-184734