৬:১৪ অপরাহ্ণ
গোলাপগঞ্জে বিজয় মেলা সমাপ্তি, পুরস্কার বিতরণ
গোলাপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ৩দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়।
জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষে ৩দিনদিনব্যাপী বিজয়মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিজয়মেলা আনুষ্ঠানিক ভাবে শেষ হয় বৃহস্পতিবার। এ উপলক্ষে উপজেলা পরিষদের সামনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্টান। পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জুনায়েদ কবির, কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহ মোহাম্মদ লোটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।