রবিবার, ডিসেম্বর ২১, ২০ ২৫
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
২০ ডিসেম্বর ২০ ২৫
২:৫৩ অপরাহ্ণ

আ'খেরী মো'না'জাত মধ্যে দিয়ে শেষ হয় সিলেটে বিভাগীয় ইজ'তেমা

সিলেটে ৩দিন ব্যাপী বিভাগীয় ই'জতেমা আ'খেরী মো'নাজাত মধ্যে দিয়ে শেষ হয়েছে। ৩দিন ব্যাপী বিভাগীয় ইজতেমা দক্ষিণ সুরমায় বিশ্ব রোডের পাশে বদিকোনা পশ্চিমপাড়া মার্কাজ সংলগ্ন মাঠে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ জোহর মোনাজাতের মাধ্যমে বিভাগীয় ইজ'তেমার শুরু হয়।

২০ ডিসেম্বর শনিবার বাদ ফজর বিদেশী মেহমান, বয়ান করেন মুফতি নওসাদ ছাব ও মাওলানা আব্দুর রহমান।

শেষ পূর্বে হেতায়েত ,নছীব পেশ করেন মুফতি আমজাদ ছাব ,তরজমা করেন মুফতি জিন্তাবীন । এবং তালিম করেন মাওলানা আব্দুল কুদ্দুছ , ( আখেরী মোনাজাত )দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুছ( ইন্ডিয়ান) আখেরী মোনাজাত শুরু হয় ১১.৫৩ মিনিটে থেকে শেষ হয় ১২. ১০ মিনিট পর্যন্ত । তিনদিন ব্যাপী তাবলীগ জামাত বাংলাদেশ জেলা মার্কাজ সিলেটের উদ্যোগে আয়োজিত ইজতেমায় দেশী-বিদেশী ১৮ হাজার মত মুসল্লীরা অংশগ্রহণ করেন ।

আয়োজক সূত্রে জানা যায়, পঞ্চমবারের মতো এই ইজতেমা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা তাবলীগ জামাতের আমির ইজ্ঞিনিয়ার রফিক উদ্দিন জানান, এবারের বিভাগীয় ইজতেমায় মরক্কো, পাকিস্তান, ইন্ডিয়া, ফিলিপাইন, ইংল্যান্ড সহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানের তাবলীগ জামাতের হাজার মুসল্লী অংশ করেন ।ইজতেমায় বিভিন্ন ভাবে মুসল্লিরা সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

এজতেমায় আগত মসল্লিদের অজু ও গোসলের জন্য ৪টা মিনি পুকুর, পানির টেপ ব্যবস্থা ছিল । সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল টিম। সিলেট-ঢাকা মহাসডকের পাশে ফি গাড়ি পার্কিং ব্যবস্থাও ছিল। শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছসেবক টিম সার্বক্ষণি কাজ করে।

এ ব্যাপারে ইজতেমা কমিটির সদস্য আমির হোসেন বলেন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য প্রশাসনসহ সর্বমহলের সহযোগিতায় ইজতেমা সফল ও সার্থক হয়েছে ।দক্ষিণ সুরমা থানা এসএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),সৈয়দ আনিসুর রহমান বলেন,ইজতেমায় প্রশাসনের সার্বক্ষণিকনিরাপত্তা জোরদার ছিল।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ