রবিবার, ডিসেম্বর ২১, ২০ ২৫
বিজ্ঞপ্তি::
১৯ ডিসেম্বর ২০ ২৫
৮:২৩ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে: লায়ন ড. সারোয়ার জাহান জামিল

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর জেলা গভর্ণর লায়ন ড. সারোয়ার জাহান জামিল বলেছেন, লায়ন্স ক্লাব সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস আমাদের জন্য একটি অনুপ্রেরণার সময়, যেখানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়। মানবিক সেবা ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে লায়ন্স সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবিক আন্দোলন। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও সমাজ উন্নয়নে লায়ন্স ক্লাবের অবদান অত্যন্ত প্রশংসনীয়। সিলেটও এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি১-এর ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস-২০২৫ উপলক্ষ্যে সিলেটের সকল লায়ন্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

র‌্যালিটি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট স্টেশন ক্লাবে গিয়ে শেষ হয়। আলোচনা সবায় সেলাই মিশন বিতরণ, ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিক মাপার মেশিন, খাদ্য সামগ্রী, মশক নিধন কার্যক্রম।

এছাড়াও একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ফল ও কমল বিতরণ করা হয়। কমিটির আহ্বায়ক লায়ন হারুন অর রশীদ দীপু এমজেএফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের এর পরিচালনায় আলোচনা সভায় ও র‌্যালীতে উপস্থিত ছিলেন, লেডি গভর্ণর লায়ন রোজিনা শাহীন মুনা, সাবেক গভর্ণর লায়ন মো. হাবিবুর রহমান পিএমজেএফ, সাবেক গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন ডা. মাজারুল আনোয়ার এমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন তানভীর আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বকর সিদ্দিক, লায়ন কাজী সালেহ উদ্দিন আহমেদ এমজেএফ, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন নাজনীন হোসেন, লায়ন শামসুল আলম খান সাজু, লায়ন ডা. এম এস চৌধুরী বাহার, লায়ন ডা. খছরু আহমেদ, সাবেক কেবিনেট সেক্রেটারী লায়ন শফিকুল আলম মীর কনক, জয়েন্ট কেবিনেট ট্রেজার লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন মুহিতুর রহমান, লায়ন সামুন আহমদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন মাছুম জোয়ারদার, লায়ন গৌতম বণিক, লায়ন রেজাউল হক, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন এডভোকেট গঙ্গেশ পাল, লায়ন রোজিনা আক্তার শিপা, লায়ন বাবলী চৌধুরী, লায়ন কার্তিক পাল, লায়ন আবু সাঈদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ