৬:২৯ অপরাহ্ণ
ফাইল ছবি
ডে'ভিল হা'ন্ট ফেইজ-২: গোলাপগঞ্জে নি'ষি'দ্ধ ছাত্রলীগের দু’জন আ'ট'ক
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘ডে'ভিল হা'ন্ট ফেইজ-২’ অপা'রেশনের অংশ হিসেবে নি'ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফ'তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে গোলাপগঞ্জের আহমদ খান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাইদের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলেন স্বরস্বতী নিজগঞ্জ এলাকার আব্দুল মুকিতের ছেলে মো: সোয়িন এবং ঘোষগাঁও টিলাগাঁও এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুছ ছামাদ। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত দু’জনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।
মো. সোয়িনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। অপরদিকে আব্দুছ ছামাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চলমান ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অপারেশন অব্যাহত থাকবে ।