১১:২৪ অপরাহ্ণ

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসে আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান
জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্বর্ণপ্রদকপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের সর্ববৃহৎ সমবায় সমিতি বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড, ঢাকা (ঢাকা কোওপারেটিভ) এর আলাউদ্দিন ছাত্র বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন।
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ এ জিপিএ -৫ পাওয়া মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে বৃত্তি বিতরণ করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের মাননীয় নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম। সিলেট অফিসের সাব কমিটির সভাপতি অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক জনাব এ,কে,এম এহসান ও মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রী কথা আচার্য্য, ছাত্রছাত্রীদের অভিভাবক সাইফুল ইসলাম খান, মোঃ আব্দুল হাফিজ, সুভাষ চন্দ্র আচার্য্য, মোঃ ইমাম উদ্দিন, রবি লাল দত্ত, জ্যোতি মোহন বিশ্বাস, লক্ষী কান্ত দাশ, মলয় কান্তি পাল, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সম্পাদক সিতাংশু শেখর রায়, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল হাদী, সাধারণ সম্পাদক রান্টু চন্দ্র দাস, বাংলাদেশ ব্যাংক ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ ফাহিম মিয়া, ঢাকা কোওপারেটিভ সিলেট সাব কমিটির সদস্য জয়দ্বীপ চক্রবর্তী, ফারজানা আক্তার, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) সভাপতি মোঃ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, কর্মচারী সংঘের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ, কার্যকরী সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ তাহের মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র ও অভিভাবকদের নিকট মেডেল, সার্টিফিকেট ও বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি। এর আগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেন বৃত্তি প্রদান হচ্ছে একজন শিক্ষার্থীর মেধার স্বীকৃতি দান।
শিক্ষার্থীদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সফলতার ধারা অব্যাহত রাখতে নিয়ম মেনে পড়াশোনার পরামর্শ দেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলেন সাদিয়া সুলতানা, সৌমিতা আচার্য্য, প্রাপ্তি বিশ্বাস, মাহবুব হাসান মাহদী, দেবাশীষ দাস শুভ, আকাশ দত্ত রুদ্র, সাদিয়া সুলতানা, দুর্দানা চৌধুরী ও দেবলীনা পাল ঐশী।