৭:৪৫ অপরাহ্ণ
মুনশীবাজার মাদ্রাসা জকিগঞ্জের ৭০ সালা দ'স্তারব'ন্দী মহাস'ম্মেলন ২১ ও ২২ ডিসেম্বর
শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মুনশীবাজার মাদ্রাসা জকিগঞ্জের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন আগামী ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য, ইউরোপসহ দেশ বিদেশের বরেণ্য আলেমগণ অংশ গ্রহণ করবেন।
বৃহস্পতিবার সিলেট প্রেসক্লাবে দস্তারবন্দী মহসম্মেলন সফলের লক্ষ্যে ইন্তেজামিয়া কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ইন্তেজামিয়া কমিটির পক্ষে জামেয়াতুল আল খায়েরের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মুন্তাকিম মাদ্রাসার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি সম্মেলন সফলে সকল মহলের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটের জকিগঞ্জের মতো নিভৃত পল্লীতে ১১৫ বছর আগে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এখান থেকে ৭০ বছর আগে মুনশীবাজার মাদ্রাসায় দাওরায়ে হাদীস, বুখারী শরিফ পড়ানো হচ্ছে। যা সিলেট তথা উপমহাদেশের জন্য দ্বীনি শিক্ষার একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ-বিদেশে দ্বীনের দায়ী হিসেবে কাজ করে চলেছেন।
অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার অনেকেই বৃদ্ধ ও অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। আব্দুল মুন্তাকিম বলেন, ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে এসব পুরনো শিক্ষার্থীদের একত্রিত করে পাগড়ি প্রদান করা। পাশাপাশি ঐতিহ্যবাহী মাদ্রাসাটিকে দেশে বিদেশে তুলে ধরা। তিনি আগামী ২১ ও ২২ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত দস্তারবন্দী মহাসম্মেলনে সফলে সকলের সহযোগিতা কামনা করা হয়। খবরটি গুরুত্ব সহকারে তুলে ধরতে গণমাধ্য়ম কর্মীদের প্রতি আহবান জানান।