১১:৫২ অপরাহ্ণ
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন
অদ্য ২০ ডিসেম্বর শনিবার সিলেটে বসবাসরত বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা ও স্মারক গ্রন্থ হৃদবন্ধন এর স্মারক উন্মোচন করা হয়।
সমিতির সভাপতি খন্দকার শিপার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডক্টর এনামুল হক সরদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল ও এডভোকেট আব্দুল মতিন এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট নূর উদ্দিন, এডভোকেট খন্দকার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, হোটেল মালিক এসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, নাজমুল আনসারী, মোঃ ওলিউর রহমান সুফী, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, অধ্যাপক ছুরাব আলী। অনুষ্ঠানে স্মারকগ্রন্থ হৃদবন্ধন এর মোড়ক উন্মোচন করা হয়।
সভায় ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- অ্যাডভোকেট নূরউদ্দিন আহমদ, অ্যাড. খন্দকার করিম উদ্দিন আহমদ, অ্যাডভোকেট আব্দুর রকিব, চেরাগ আলী, সাবেক ইউ/পি চেয়ারম্যান, অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, ড. তৌফিক রহমান চৌধুরী, হাফিজ আব্দুল হাই হারুন, কামরুল হুদা জায়গীরদার, ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, অধ্যক্ষ আলী আহমদ খান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সভায় ১৪জন জীবন সদস্যদের মধ্যে সমিতির পক্ষ থেকে সনদপত্র বিতরণ করা হয়। জীবন সদস্যরা হলেন- খন্দকার সিপার আহমদ, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, শাহ্ আব্দুল খালিছ মিনার, শাহ মুনিম, মোঃ আলা হোসেন, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, মোঃ ওলিউর রহমান সুফী, শেরওয়ান আহমদ, মোঃ ইকবাল আহমদ, প্রফেসর ডক্টর রাজিয়া সুলতানা চৌধুরী, বাতিরুল হক সরদার, ডাঃ মোহাম্মদ সাকির আহমদ (শাহীন)।
এছাড়াও সভায় নতুন আরও বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, এডভোকেট নূর উদ্দিন, এডভোকেট আব্দুর রকিব, সাইফুল ইসলাম, খালেদ আহমদ, খন্দকার সায়েম আহমদ, সৈয়দ মুহিবুর রহমান মিসলু, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বুরহান উদ্দিন, মঈনুল বাকর, মোঃ আজিম উদ্দিন, মোহাম্মদ হেলাল মিয়া, সঞ্জয় কান্তি দাশ।
কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক এম.এ. মতিন। শোক প্রকাশ করেন জাহেদুর রহমান চৌধুরী। সভা শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।