সোমবার, ডিসেম্বর ২২, ২০ ২৫
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২১ ডিসেম্বর ২০ ২৫
২:৪৪ অপরাহ্ণ

গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের এক পরিবারের দুই ভাই আ'ট'ক!

সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডে'ভিল হা'ন্ট ফেইজ–২’ অভি'যানে যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) ও নি'ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫)কে গ্রেফ'তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তারা দুইজনই উপজেলার দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই সাঈদ পিপিএম নেতৃত্বে শনিবার সন্ধ্যা ৭টায় যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫) গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ