শুক্রবার, এপ্রিল ২৬, ২০ ২৪
বিজ্ঞপ্তি::
৩১ মে ২০ ২৩
১০ :৩৮ অপরাহ্ণ

ছাতকে ফসল ও সবজি চাষাবাদের উপর প্রশিক্ষণ প্রদান করেছে লাফার্জহোলসিম

লাফার্জহোলসিম বাংলাদেশ লিঃ এর উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়া’র সার্বিক সহযোগিতায় ছাতকে মাঠ ফসল ও শাকসবজি চাষাবাদের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে আজ( বুধবার)। ৩০ এবং ৩১ মে আলাদা আলাদা দুটি ব্যচে মোট ৬৬ জন (৩ জন নারী ৬৩ জন পুরুষ) এই প্রশিক্ষণে অংশ নেন।

অংশগ্রহনকারীদের নানাবিধ পরমর্শ ও উপদেশ প্রদান করেন ছাতক উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। প্রশিক্ষণে মাঁচা ও বেড পদ্ধতিতে সবজিচাষ, আধুনিক উপায়ে সবজি চাষ, সবজি ও বোরো ধানের আধুনিক জাতের পরিচিতি ও বৈশিষ্ট্য, আধুনিক উপায়ে বোরো ধান চাষাবাদ, সবজি ও অন্যান্য শষ্যে পোকা দমন পদ্ধতি, জৈব সার ব্যবস্থাপনা ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব ছাড়াও স্থানীয় পর্যায়ে ছাতকে যে সকল শষ্য ও সবজির চাহিদা রয়েছে এবং এলাকার মাটির গুনাগুন ও ওই মাটিতে যেসব সবজি ও মাঠফসল আবাদে ভাল ফলাফল পাওয়া যায় সেসব বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন ছাতক উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

প্রশিক্ষণ অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, এবং সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন। মাঠ ফসল ও সবজি চাষাবাদের মাধ্যমে নিজ নিজ জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তারা। লাফার্জহোলসিম বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর জুড়েই এলাকার সাধারন মানুষের জন্য নানাবিধ সময়োপযোগী প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তাদের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন তারা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ