১১:৪০ অপরাহ্ণ
![](https://dreamsylhet24.com/assets/img/1589377206.jpg)
কানাইঘাটে ত্রাণ নিয়ে জনতার পাশে আল্লামা উবায়দুল্লাহ ফারুক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রতিদ্ধন্ধি প্রার্থী আল্লামা উবায়দুল্লাহ ফারুকের উদ্যোগে কানাইঘাটে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) প্রকাশ কল্যাণ ট্রাষ্টের অর্থায়নে ও জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার ব্যবস্থাপনায় কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ, সড়কেরবাজার, বাংলা বাজার, সদর উত্তর, সদর দক্ষিন, পৌরসভা, সুরইঘাট, চতুল ঈদগাহ, বড়দেশ ডরর পার, গাছবাড়ি মোরা, কল্যানী নয়াবাজার স্পটসমূহে এ বিপর্যস্ত অসহায় মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা জমিয়ত সভাপতি আল্লামা শফিকুল হক সুরইঘাটি'র দোআর মাধ্যমে ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম শুরু করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক মাও.জয়নুল আবেদীন, কানাইঘাট উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, মাওলানা আহমদ হোসাইন, সহ-সম্পাদক মাওলানা হারুন রশিদ, সাংগঠনিক সম্পাদক মাও.খলিলুর রাহমান, পৌর জমিয়তের সভাপতি সভাপতি মাওলানা আমির হোসাইন, সুরইঘাট ইউনিয়ন জমিয়তের সভাপতি মাও.তাহির আহমদ, উপজেলার প্রচার সম্পাদক মাওলানা লুৎফুর রাহমান, সাবেক ইউপি সদস্য আলিম উদ্দিন, রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা ফখরুল ইসলাম, রাজাগঞ্জ যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, জমিয়ত নেতা মাওলানা আবদুর রশিদ, মাওলানা ইয়াহইয়া আহমদ, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন জমিয়তের সেক্রেটারী সাবেক ছাত্র নেতা রুহুল্লাহ মাসউদ, কানাইঘাট ছাত্র জমিয়তের সম্পাদক সালাহ উদ্দিন, ছাত্র নেতা নূরুল আম্বিয়া,আবদুল হাফিজ,আবদুল কুদ্দুস প্রমুখ।