৭:২৬ অপরাহ্ণ

কেন্দ্রীয় বাস টার্মিনালে গাড়ী চলাচলে বি'শৃ'ঙ্খলা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির মতবিনিময় সভা
সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা সোমবার (১৩ অক্টোবর) দুপুরে অনুষ্টিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদ।
সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গাড়ী চলাচলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসাথে সভায় বিভিন্ন রোডে গাড়ী চলাচলে প্রত্যেক সমিতির নীতিমালা অনুসরণপূর্বক গাড়ী চলাচলের আহ্বান জানানো হয়। সভায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি হেলাল উদ্দিন, সহসভাপতি মোঃ শামছুদ্দিন বাবুধন, সহসভাপতি মোঃ সেলিম আহমদ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুজ্জামান জোয়াহির, সহ সাধারণ সম্পাদক নোমান আহমদ ও রুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রকিব, মোঃ রুহুল আমিন রুহেল, প্রচার সম্পাদক মোঃ আব্দুল মুকিত মুকুল,কার্যকরী সদস্য মোঃ জিতু মিয়া, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক আং শহিদ, কাযকরী সদস্য মোঃ শাহাব উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি