সোমবার, জানুয়ারী ২৬, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১৮ জানুয়ারী ২০ ২৬
৭:২৭ অপরাহ্ণ

জগন্নাথপুরে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে নবীবরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের রাণীগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীট আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবাগত শিক্ষাথর্ীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজিত রঞ্জন বৈদ্য এর সভাপতিত্বে এবং শিক্ষক নিরাময় রায় ও আশরাফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অত্র বিদ্যালয় কমিটির সভাপতি রাজন আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিশিষ্ট শালিসি ব্যক্তিত্ব আলহাজ আলা উদ্দিন ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রুবেল আহমদ ভূইয়া ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

এতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নিরাময় রায়। বক্তব্য রাখেন শিক্ষক নাইমুল হাসান রুবেল, শিক্ষাথর্ী মীম আক্তার প্রমূখ। এ সময় বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন ভূইয়া, শিক্ষক প্রজেশ কান্ত দাস, আনোয়ার হোসেন রনি, খাদিজা বেগম, সুমা বেগম, সুমনা বেগম, তানিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও শিক্ষক- শিক্ষাথর্ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষাথর্ী সুমী আক্তার ও গীতাপাঠ করেন সৈকত দেবনাথ এবং অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভায় আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া ও তঁার পিতা প্রয়াত আবদুল খালিক সাহেবকে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ