বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০ ২৪
- বিজ্ঞপ্তি
১৩ জানুয়ারী ২০ ২২
১১:৪০ অপরাহ্ণ

দক্ষিন সুরমার তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সংবর্ধনা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সংবর্ধনা অনুষ্ঠান গত ১২ জানুয়ারী বুধবার রাতে বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুল মছব্বির এর বাড়িতে অনুষ্ঠিত হয়।

উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহমদ বিদেশে গমন ও সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম দ্বিতীয় বারের মত মেম্বার নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মাণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি হাজী মতছির আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, ফটো সাংবাদিক আব্দুল খালিক।

উন্নয়ন কমিটির সাধারণ সহ সাধারণ সম্পাদক রুম্মান আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উন্নয়ন কমিটির সহ সভাপতি আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ সেবুল আহমদ। সম্মানিত অতিথি ছিলেন প্রবাসী আব্দুল শহীদ, আব্দুল কাইয়ুম, কামরান আহমদ, সমাজকর্মী শাহীন আহমদ।

উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সহ সভাপতি জুনেদ আহমদ, সহ দপ্তর সম্পাদক আব্দুল আজাদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ সাকির আহমদ, ক্রীড়া সম্পাদক জামিল আহমদ, সহ ক্রীড়া সম্পাদক এমরান আহমদ, শ্রম সম্পাদক সাহেদ আহমদ, সহ শ্রম সম্পাদক রাসেল আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কুদ্রত আলী, কার্যনির্বাহী সদস্য মাসুম আহমদ, আলী হোসেন, সদস্য ইমাম আহমদ, শিমাম আহমদ, নজরুল আহমদ, আফছর আহমদ, রুমন আহমদ প্রমুখ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি কবির আহমদ ও দাউদপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম। পরে সংবর্ধিত অতিথিদ্বয়কে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবরাই আগামীর চালিকা শক্তি। দেশের উন্নয়নে যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। যুব সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়নের পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ড নির্মল করা সম্ভব। বক্তারা তুরুকখলা হাড়িয়ারচর গ্রাম উন্নয়ন কমিটির মাধ্যমে এলাকার উন্নয়ন, সমাজ সেবার পাশাপাশী দেশ-জাতির কল্যাণে সবাইক একযুগে কাজ করার আহবান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ