সোমবার, মে ৬, ২০ ২৪
ড্রীম সিলেট ডেস্ক
৭ নভেম্বর ২০ ২০
৯:৪৮ অপরাহ্ণ

নবীগঞ্জে বাল্য বিবাহ অনুষ্টানের আয়োজন করায় বরের দুলাভাইকে অর্থদন্ড

জাবেদ তালুকদার, নবীগঞ্জ:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামে বেআইনিভাবে বাল্য বিবাহ অনুস্টানের আয়োজন করায় উক্ত বিবাহ আনুস্টানে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃক অভিযান পরিচালনা করা হয়েছে। বর, বরের মা, বাবা ও কনে পালিয়ে যাওয়ায় বরের দুলাভাইকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, গতকাল ৬ নভেম্বর (শুক্রবার) রাত ৯ টার দিকে উপজেলা প্রশাসনের কাছে উল্লিখিত স্থানে বাল্যবিবাহের খবর আসে। খবর আসলে তাৎক্ষনিক নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুমাইয়া মমিন ও নবীগঞ্জ থানার এসআই ফারুক খন্দকার ঘটনাস্থলে পৌছালে বর হৃদয়, ১৩ বছর বয়সী কনে তন্বী ও বরের মা-বাবা পালিয়ে যায়। বাল্যবিবাহের আয়োজন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বরের দুলাভাই নেপাল দাশকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদন্ড ( অনাদায়ে এক মাসের কারাদণ্ড) প্রধান করা হয়। অর্থদন্ড প্রদান করলে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। মেয়ের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুমাইয়া মমিন।

প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট সুমাইয়া মমিন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ