শনিবার, মে ১৮, ২০ ২৪
শরীফ আহমদ, দক্ষিণ সুরমা::
৪ মে ২০ ২৪
৭:৪১ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় ত্রি-মুখী লড়াইয়ের আভাস শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা

উপজেলা পরিষদের ১ম ধাপের নির্বাচনের আর মাত্র ২দিন বাকী। তাই দক্ষিণ সুরমা উপজেলায় শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রার্থীরা প্রচারনা চালিয়ে গেলেও শেষ মুুহুর্তে এসে প্রচারনায় গতি বেড়েছে।

গণসংযোগ, মতবিনিময়, উঠান-বৈঠক এবং ভোট প্রার্থনার মধ্যে দিয়ে উপজেলার প্রার্থীরা নিজেদের প্রার্থীতা ও প্রতীকের জানান দিচ্ছেন। উপজেলার প্রতিটি হাট-বাজার, রাস্তার মোড়সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রার্থীদের ব্যানার ও পোষ্টারে সয়লাব হয়েগেছে। প্রার্থীদের নিজ নিজ কর্মী, সমর্থকরা মিছিল মিটিংয়ের মাধ্যমে প্রতিটি জনপদকে উৎসবমূখর করে তুলেছেন।

সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, দক্ষিণ সুরমা উপজেলার আসন্ন নির্বাচনকে সামনে রেখে চন্ডিপুলে চেয়ারম্যান প্রার্থী বদরুল ইসলাম ও মঈনুল ইসলামের নির্বাচনী প্রধান অফিস করা হয়েছে। পাশাপাশি দু’টি অফিস থাকার কারনে উভয়ের কর্মী, সমর্থকরা গোটা চন্ডিপুল এলাকাকে উৎসবমুখর করে রেখেছেন। একি চিত্র দেখা যায়, উপজেলার জালালপুর, লালাবাজার, মোগলাবাজারসহ ৮টি ইউনিয়নে।

দক্ষিণ সুরমা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মোট ভোটার ১ লক্ষ ৭১হাজার ৫৮৫, পুরুষ ভোটার ৮৭ হাজার ৯শত ১৭ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৬ শত ৭২টি এবং তৃতীয় লিঙ্গ ১টি ভোটার রয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপ্রার্থী হিসেবে ৫জন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন।

তাঁরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (মোটরসাইকেল) প্রতীক এড শামীম আহমদ এপিপি, যুগ্ম সম্পাদক (টেলিফোন) প্রতীক বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সদস্য (আনারস) প্রতীক আলহাজ¦ মঈনুল ইসলাম, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক (ঘোড়া) জুয়েল আহমদ, নাট্য অভিনেতা (কাপপিরিছ) শাহেদ মোশারফ কটাই মিয়া।

এছাড়াও ভাইস চেয়ারম্যান ও মহিল ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও বিরামহীনভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান (মাইক) মাহবুবুর রহমান, যুবলীগ নেতা (টিউবওয়েল) নন্দন চন্দ্র পাল, (উড়োজাহাজ) মোঃ আব্দুর রহমান, (চশমা) আলী আজগর খান শামীম, (তালা) ফয়েজ আহমদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান (পদ্মফুল) আইরিন রহমান কলি, (কলস) হালিমা বেগম, (ফুটবল) ফাহিমা বেগম।

দক্ষিণ সুরমা উপজেলায় প্রবীন ও নবীনদের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রচার প্রচারনায় ব্যস্ত রয়েছেন তাদের মধ্যে উল্লেখ্য যোগ্য, বদরুল ইসলাম, জুয়েল আহমদ, এড শামীম আহমদ, মঈনুল ইসলাম ও শাহেদ মোশারফ কটাই মিয়া। ভাইস চেয়ারম্যান পদের লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ফয়েজ আহমদ, নন্দনপাল, আলী আজগর খান শামীম ও আব্দুর রহমান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি ও হালিমা বেগম। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত জানান, ইতিমধ্যে সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় করা হয়েছে। নির্বাচন যাতে সুষ্ট হয়, সেই লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ