১১:২১ অপরাহ্ণ
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন
মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা তেতলী ইউনিয়নে বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সকালে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রতিযোগিতা, আলোচনা সভা ও ইংরেজি অলিম্পিয়াড পুরস্কার ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদার এর পরিচালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিবীদ ও ব্যবসায়ী হাজী সাহাব উদ্দিন । আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা কামাল, সাজিয়া খানম, মাওলানা জিলাল আহমদ, মনিরুল ইসলাম, সাজিদুর রহমান অপু।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অফিস সহায়ক এমাদ আহমদ, সুহেল আহমদ, শিপন আহমদ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জিলাল আহমদ। আলোচনা সভা শেষে ইংরেজি অলিম্পিয়াড অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।